মতলব উত্তরে ফয়েজ আহম্মেদ চৌধুরী ফাউন্ডেশনের শীত বন্ত্র বিতরণ
January 12, 2018 |

আরাফাত আল-আমিন ::
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফয়েজ আহম্মেদ চৌধুরী ফাউন্ডেশন-এর উদ্যোগে শীতার্ত গরীর ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কালীপুর চৌধুরী বাড়ি প্রাঙ্গণে সহস্রাধিক দুস্থদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বেগম মাসুদা ফয়েজ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব ভিখারুদ্দৌলা চৌধুরী, কালীপুর স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি লিয়াকত আলী চৌধুরী, উপজেলা বিআরডিবি-এর চেয়ারম্যান রাসেল ফয়েজ আহম্মেদ চৌধুরী, রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার গওহর আজম চৌধুরী, ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের পরিচালক হোসাইন আহম্মেদ চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিম উল্লাহ চৌধুরী বারী সোহেল, সমাজসেবক হাছিনা চৌধুরী, রানী চৌধুরী, জেবারন নূর, কাজী ফারহান বেগম, দৌলতেন্নেছা, আলিফ লায়লা ও ইয়াসমিন বেগম প্রমূখ।
স্থানীয় কয়েকটি গ্রামের সহস্রাধিক গরীব ও দুস্থরা এই কনকনের শীতের মাঝে শীতবস্ত্র (কম্বল) পেয়ে খুশি। এসময় ফয়েজ আহম্মেদ চৌধুরী ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ কম্বল নিতে আসা লোকজন।