এরপর মতলব উত্তর উপজেলা কমপ্লেক্সের মায়া বীরবিক্রম অডিটরিয়ামের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে এবং সাহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাাঁদপুর-২ নির্বাচনী আসনের সাংসদ আলহাজ¦ এড. নুরুল আমিন রুহুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদর চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শুভাশিস ঘোষ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যথাক্রমে মুজাম্মেল হক ও গোলাম মোস্তফা রতন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মহসীন মিয়া মানিক, সাংবাদিক কামাল হোসেন খান, শিক্ষার্থী তামজিদ সরকার ও তাওমিদ সাঈদ খান । অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, পল্লী বিদ্যুতের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষক-সাংবাদিকসহ বিভিন্ন শেনী-পেশার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।