আরাফাত আল-আমিন ◊
চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেছেন, লোকাল পর্যায়ে আইন-শৃক্সখলা নিয়ন্ত্রণে গ্রাম পুলিশদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ তারা গ্রাম পর্যায়ে থেকে মানুষকে সেবা দেয়। লোকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তারাই আগে সংবাদ পায় এবং থানা পুলিশকে খবর দেয়। সেক্ষত্রে গ্রাম পুলিশদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। গত সোমবার (২২ জুলাই) দুপুরে মতলব উত্তর থানা প্রাঙ্গণে গ্রাম পুলিশদের প্যারেডে ব্রিফ করার সময় তিনি এসব কথা বলেন।
ওসি মিজানুর রহমান আরও বলেন, বর্তমানে মানুষের মাথা কাটার যে গুজব ছড়ানো হচ্ছে, তা একেবারেই ভুয়া তথ্য। মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যে এসব গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে তিনি গ্রাম পুলিশসহ সকলকে সচেতন হওয়ার আহŸান জানান। আগামী ঈদুল আযহা কেন্দ্র করে গরু বাজার, লঞ্চঘাট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করার জন্য গ্রাম পুলিশদের নির্দেশনা দেন তিনি।