আরাফাত আল-আমিন ◊
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নূরুল আমিন রুহুল এর শারীরিক সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারস্থ আওয়ামীলীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছাত্রলীগ নেতা আহসানুজ্জামান সজিব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, সাবেক যুগ্ম-আহ্বায়ক আশরাফুল আলম মিলন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সেলিম মিয়া’সহ উপজেলা, ইউনিয়ন ও এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মো. রবিউল ইসলাম। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছাত্রলীগ নেতা আহসানুজ্জামান সজিব।
উল্লেখ্য, এমপি নূরুল আমিন রুহুল চোখের অপারেশন শেষে মঙ্গলবার সন্ধায় ভারতের চেন্নাই থেকে ঢাকা এসে পৌছেছেন। তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয় মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে।