চাঁদপুরে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গিয়ে শিশুসহ দুই জনের করুণ মৃত্যু হয়েছে।
সোমবার সকালে চাঁদপুর মতলব উত্তর উপজেলা সরকার কান্দি গ্রামে রাস্তায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
ট্রাকের নিচে চাপা পড়া গুরুতর আহত অবস্থায় ১২ বছর বয়সী শিশু হযরত আলীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেলার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে দেখার পর মৃত ঘোষণা করেন।
মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক পথচারী মৃত্যু হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত শিশু হযরত আলী মতলব উত্তর সরকার কান্দি গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে।
নিহতের বাবা জানায়, মালবাহী হাইড্রোলিক ট্রাক রাস্তা দিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় অজ্ঞাতনামা এক পথচারীসহ শিশু হযরত আলীর করুণ মৃত্যু হয়েছে। মতলব উত্তরের রাস্তার বেহাল দশা হওয়ার কারণে সড়ক দুর্ঘটনা ঘটেছে।
এদিকে চাঁদপুর মডেল থানার এসআই আওলাদ হোসেন হাসপাতালে ছুটে গিয়ে লাশটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শাহরিয়ার খান কৌশিক, মোঃ,০১৭১৩৬৮৮৯২০