চাঁদপুরে হরিনা নৌ পুলিশ ফাঁড়ির অভিযান চালিয়ে ১ লক্ষ মিটার কারেন্ট জাল, ৩ টি ইঞ্জিন চালিত নৌকা সহ ৯ জন জেলেকে আটক করেছে।
রবিবার সকালে চাঁদপুর হরিনা নৌ-পুলিশের ইনচার্জ নাছিম হোসেনের নেতৃত্বে নৌ সীমানা মেঘনা নদীতে অভিযান চালানো হয়।
অভয়াশ্রম চলাকালীন সময়ে আইন অমান্য করে জাটকা মাছ ধরার অপরাধে ৯ জন জেলেকে আটক করেছে হরিনা নৌ পুলিশ।
জেলেদের আটক করার সময় তারা বেপরোয়া হয়ে জাটকা নিধন করে নদীতে পুলিশের উপর হামলা চালায়। জেলেদের হামলায় কয়েকজন পুলিশ আহত হয়েছে।
চাঁদপুর হরিনা নৌ পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করেন।
নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, অভয়াশ্রম চলাকালীন সময়ে আইন অমান্য করে মেঘনা নদীতে জাটকা মাছ ধরায় ৯ জেলেকে আটক করা হয়েছে। এছাড়া ১ লক্ষ মিটার কারেন্ট জাল, ৩ টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে।
জাটকা নিধন বন্ধে আমাদের নৌ পুলিশ বদ্ধপরিকর। এর সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। চাঁদপুর নৌ সীমানায় মেঘনা নদীতে পুলিশের টহল অভিযান দিনরাত অব্যাহত রয়েছে।
শাহরিয়ার খান কৌশিক, মোঃ,০১৭১৩৬৮৮৯২০