চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি পদে শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারীকে পুনরায় বহাল রাখতে ইউনিয়নবাসী উপজেলা পরিষদের সম্মুখে বিক্ষোভ করে।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে ৩নং কল্যাণপুর ইউনিয়নের শত শত (নারী-পুরুষ) এলাকাবাসী জড়ো হয়ে বিক্ষোভ করে। পরে বিক্ষোভকারীরা সদর উপজেলা অাওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সাথে দেখা করেন।
ইউনিয়ন অাওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানান, অামরা চেয়ারম্যান রনি পাটওয়ারী ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি পদে দেখতে চাই। অামরা জানতে পেরেছি জাতীয় পার্টি থেকে অাসা একজনকে দল সভাপতি পদ দিতে যাচ্ছে। দলের এ ধরনের হঠকারী সীধান্ত ইউনিয়নবাসী তথা ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা মেনে নেবে না। অামাদের ইউনিয়নে অাওয়ামীলীগকে শক্তিশালী করতে রনি পাটওয়ারীর শ্রম, ঘাম রয়েছে। অামরা কোনভাবেই এ হঠকারী সীধান্ত মেনে নেব না।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন অাওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি রাজ্জাক প্রধানিয়া, তোফায়েল খান, ইব্রাহিম গাজী , ইলিয়াছ গাজী, স্বপন দাস, সুলতান মিজি, জুলহাস পাটওয়ারী, লিটন সরকার, অালম খান, মোস্তফা মিজি, ওয়ার্ড অা’লীগ সদস্য কালাম গাজী, ৩নং ওয়ার্ড অা’লীগ সাধারন সম্পাদক, ইবু গাজী ইউনিয়ন যুবলীগের সদস্য মিঠুসহ অসংখ্য নেতাকর্মী ও এলাকাবাসী।
কৌশিি