চাঁদপুরে চারটি যাত্রীবাহী লঞ্চে নৌ পুলিশ অভিযান চালিয়ে ৭০০ কেজি মাছ সহ ৪ ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার ভোরে ভোলা থেকে আসা তারিফ ৪ ,কনফুলী১২,আল উয়ালিদ ৯, লঞ্চে নৌ থানা পুলিশ অভিযান চালায়।
এ সময় ৭০০ কেজি সহ মৎস্য ব্যবসায়ী কামাল হোসেন (২০),সবুজ(২৩), হাসান বেপারী (১৯) মোশারফ হোসেন (৩৫)কে আটক করতে সক্ষম হয়।
নৌ থানা পুলিশের ইনচার্জ জহির জানায় ,ভোলা জেলার শশীবুষন থানার মৎস্য ব্যবসায়ীরা লঞ্চ যোগে জাটকা ইলিশ মাছ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাঁদপুরে চারটি লঞ্চে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ সহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।
চাঁদপুর মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান জানান, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর এর যৌথ অভিযানে জাটকা ইলিশ মাছ গুলো জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শাহরিয়ার খান কৌশিক, মোঃ,০১৭১৩৬৮৮৯২০