ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। মা ইলিশ রক্ষায় প্রতিনিয়ত পদ্মা-মেঘনায় অভিযান পরিচালনা করছে ইলিশ চাঁদপুর নৌ থানা পুলিশ।
২০ অক্টোবর মঙ্গলবার অভিযানের ৭ম দিনে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩৫ লাখ মিটার কারেন্ট জাল, ৬শত কেজি মা ইলিশ, ৩টি ইঞ্জিন চালিত নৌকা ও ২১ জন অসাধু জেলেকে অাটক করে চাঁদপুর নৌ থানা পুলিশ।
অাটকৃত ২১ জেলেরা হলেন: মোহন সরকার (৩২), রুবেল (২২), মুক্তার (২১), রাকিব (১৮), শামীম (১৮), সবুজ (২৫), ইউসুফ মিজি (৩০), মানিক (২৪), সজিব (২০), অাজগর (২১), মাসুদ (২০), অালাউদ্দিন (২০), ইমরান হোসাআন (২২), অাওয়াল (২৩), মো জাকির হোসে (৪২) ও মোঃ কবির (৩০)।
অপ্রাপ্ত বয়ষ্ক ৫ জেলে: মোঃ শরীফ হোসেন, মোঃ; সালেক হোসেন, শাকিল হোসেন, মোঃ নাইম হোসেন ও রবিউল। অাটক জেলেরদের প্রত্যেকের বাড়ি মতলব উত্তর উপজেলায়।
অভিযানের বিষয়ে চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কবির হোসেন খান জানান, মা ইলিশ রক্ষার অামরা প্রথম দিন থেকে নদীতে অভিযান চালিয়ে অাসছি। অাজ সপ্তম দিনে সকালে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে নদীতে মাছ ধরা অবস্থায় ২১ জন জেলে, ৩৫ লাখ মিটার কারেন্ট জাল, ৩টি ইঞ্জিন চালিত নৌকা ও ৬০০ কেজি মা ইলিশ জব্দ করতে সক্ষম হই। অমোদের এ অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মা ইলিশ গরীব এতিমদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।