অনলাইন পতিবেদন, ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২২ঃ২৮
রাজধানী বাড্ডার পাঁচ তলা বাজারের পাশে থাকা একটি মাদ্রাসার নিচ তালায়,এক বেড শিডের দোকান হইতে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই।
এ সময় স্থানীয় মানুষের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুড়ে যাওয়া এক দোকানের ম্যানেজার ইসমাঈল inn24 সাংবাদিকে জানান, মাদ্রাসার নিচ তলার দোকান হইতে হঠাৎ তারা আগুন দেখতে পান। কি কারনে আগুনের সূএপাত তা তারা এখনো যানেন না। আগুন লাগার পরপর তারা ফায়ার সার্ভিসে জানান। ঘন্টা খানিক পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থানে এসে পৌঁছেন। সেই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন সাধারন স্থানীয় জনতা।
সাধারন জনগনের সাথে কথা বলে জানা যায়। নিচ তলায় একটি তোশোক বালিশের দোকান হইতে এই অগ্নি উৎপাতের ঘটনা ঘটেছে। তারা বলছে আগুন লাগার পরপর নাকি ফায়ার সার্ভিস কে যানানো হয়েছে। কিন্তু ফায়ার সার্ভিস ঘটনা স্থানে আসার আগেই তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় হতাহতের কোনো ঘটনা তারা এখনো শুনতে পারেন নাই।
ভাটারা ফায়ার সার্ভিসের কর্মরত মোঃ আশরাফ সাহেবের সাথে কথা বলে যানা যায়। কোন স্থান হইতে কে বা কারা কল করে বলেছে আগুন লাগার কথা। নির্দিষ্ট স্থান না বলায় আমরা সময় মত আসতে পারি নাই। তবে আমরা খতিয়ে দেখছি কি ভাবে,কি কারনে আগুনের সূএপাত ঘটলো। আমরা ঘটনা স্থানে এসে আগুন নিভানো চেষ্টা চালাই এবং পুরোপুরি ভাবে আগুন আমাদের নিয়ন্ত্রণে আছে। বাকি কথা পরে বলা যাবে কেনো আগুন লাগলো।
ঘটনা স্থানে মাদ্রাসার শিক্ষকের সাথে কথা বলে জানতে পারি,নিচ তলায় আগুন লাগার সময়ে দ্বিতৃয় তালায় বাচ্চাদের পড়াশোনা করানো হচ্ছিলো। হঠাৎ তারা দেখতে পান চারপাশে ধোয়ায় আচ্ছন্দ হয়ে গেছে। তারাহুরা করে বাচ্চাদের ছুটি দিয়ে দেন। সঠিক সময়ে বাচ্চাদের বিলডং হইতে বের করেছেন বলে আজ কোনো ঘটনা ঘটে নাই।