সাইফুল ইসলাম (শাকিল ) ভাংগা : ফরিদপুরের ভাংগায় বুধবার সকালে পৌর সভার রায়পাড়া সদরদীর ০৭নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারন সম্পাদক মনির কাজী(৫০)কে থানা রোড ভাংগা কালী বাড়ীর সামনে প্রকাশ্য দিবালোকে ধারালো চাকু দিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায় দুর্বৃওরা। পরে ইস্থানীয়রা আহত অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এজাহার সুত্রে, মৃত আয়নাল কাজীর ছেলে মনির কাজী (৫০) ব্যবসায়ীক পাওনা টাকা আদায় করে ভাংগা বাজার কালীবাড়ীর দিকে আসার সময় আনুমানিক ১০.৩০ মিনিটে দুইজন অপরিচিত ছেলে তাহার কাধের উপর হাত দিয়ে কথা আছে বলে কালীবাড়ীর ভেতরে ঢুকতে বলে কিন্তু তাহাদের হাবভাব খারাপ মনে হওয়ায় উক্ত ¯হান থেকে চলে আসতে চাইলে মনির কাজীকে এলোপাথাড়ী মারপিট ও কুপিয়ে রক্তাক্ত করে সাথে থাকা নগদ টাকা নিয়ে দুর্বৃওরা পালিয়ে যায়। ঘটনার বিবরনে মনির কাজী সাংবাদীকদের বলেন, আমি ক্ষমতাসীন দলের নেতা নয় একজন কর্মী হিসাবে দলের কাজের পাশাপাশি বালুর ব্যাবসা করি ,কয়েকদিন ধরে সামিম মুন্সি চাঁদা(টাকা) চেয়ে আমাকে হুমকি দিয়ে আসছিল, আমি টাকা না দেওয়ায় আমার ওপরে ওরা হামলা করেছে, হামলাকারীদের দৃষ্টান্ত মুলক স্বাস্তির দাবি জানিয়ে প্রশাষন সহ সকলের সহযোগিতা কামনা করেন। মামলার প্রসংঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনায় দুইজনকে আসামী করে আরও অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ,আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।