আরাফাত আল-আমিন ◊
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামিয়া মার্কেটের (আনন্দ বাজার) ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বিকালে আমির শপিং কমপ্লেক্সের দোতলায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নূরুল আমিন রুহুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, শাহবাগ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, আমির শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকার সাইফুদ্দিন সরকার, বিশিষ্ট শিল্পপতি গোলাম রাবান্নী পাপ্পু, আবদুস সোবহান রানা, ব্যবসায়ী আল-আমিন সরকার, ব্যবসায়ী আশরাফুল ইসলাম মোল্লা, ফরাযীকান্দি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক ফখরুল ইসলাম সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইঞ্জি. রেজাউল করিম, আ’লীগ নেতা বশির আহমেদ প্রধান’সহ ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় আওয়ামীলীগ নেতবৃন্দ।