জাকির হোসেন বাদশা ◊
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী লতরদি মিনার মসজিদ রোড উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ জুন) সকালে এ সড়কের উদ্বোধন করেন সাবেক ইউপি সদস্য হাজী গোলাম হোসেন জহির। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহআলম সরকার, শরীফ উল্লা সাদেক, মাওলানা ইসমাইল হোসেন, মো. কবির শিকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
লতরদির দক্ষিণ মহল্লার ঐতিহ্যবাহী মিনার মসজিদ অনেক দিনের পুরনো। তৎকালে ওই মসজিদটি তিন গম্ভুজ বিশিষ্ট ছিল। পরবর্তীতে তা সংস্কার করা হয়। ওই মসজিদে যাতায়াত করার জন্য একটি নতুন রাস্তা নির্মাণ করা হলে এলাকাবাসী তা আজ উদ্বোধন করেন।