কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে বামপন্থী সংগঠনগুলোর ডাকা মশাল মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন। আটক করা হয়েছে তিনজনকে।
শুক্রবার সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে (টিএসসি) থেকে মশাল মিছিল বের করেন বাম সংগঠনগুলোর নেতা-কর্মীরা। মিছিলটি শামসুন নাহার হল ও রোকেয়া হল প্রাঙ্গণ ঘুরে শাহবাগের দিকে যায়। সেখানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বাক্বিতণ্ডা হয়৷ এর একপর্যায়ে বাম সংগঠনের একজন নেতা হাতে থাকা মশাল পুলিশের ওপর ছুড়ে মারেন। এরপর পুলিশ লাঠি ও মশালের বাঁশ হাতে তাদের ধাওয়া দেয়। এ সময় পুলিশের সঙ্গে বামপন্থী নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়।
ছাত্র ইউনিয়নের নেতা তাসিন মল্লিক দাবি করেন তাদের ১০/১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। কয়েকজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।